Wellcome to National Portal

 পল্লী বিদ্যুৎ সংক্রান্ত অভিযোগের জন্য কল করুন ১৬৮৯৯ নম্বরে। 

 নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করুন। রকেট, বিকাশ,টেলিটক এর মাধ্যমে ঘরে বসে বাড়তি খরচ ছাড়া আপনার বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। জ্বালানি সংকট মোকাবেলায়, সরকারি নির্দেশনা মেনে চলুন। সন্ধ্যা সময় হতে রাত ১২টা পর্যন্ত মটর, ইস্ত্রি, ওভেন, সেচ পাম্প, লন্ডী, ওয়েল্ডিং মেশিন/ মেকানিক্যাল ওয়ার্কশপ, ইজি বাইক চার্জিং বন্ধ রাখুন। জরুরি প্রয়োজনে পল্লী বিদ্যুৎ সমিতির অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বরে যোগাযোগ করুন। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হোন। 

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ(বিডা) এর ওয়ান স্টপ সার্ভিস লিংকঃ //bidaquickserv.org/


শিরোনাম
আলোর ফেরীওয়ালা
ডাউনলোড

বিদ্যুৎ সংযোগ দিতে চলছে আলোর ফেরিওয়ালা কর্মসূচি। ফেরি করে দেয়া হচ্ছে বিদ্যুৎ। দেশজুড়ে চলছে এই কর্মর্সূচি।
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) এই কর্মসূচি পালন করছে।
অল্প সময়ে বিদ্যুতের সংযোগ দিয়ে অভূতপূর্ব সাড়া ফেলেছে আরইবি। গ্রামে গ্রামে ভ্যানে করে মানুষের কাছে গিয়ে বিদ্যুৎ নিতে বলা হচ্ছে।

মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা গ্রাম। ভ্যানযোগে গেলেন কয়েকজন লোক। তাদের কাছে বৈদ্যুতিক নানান সরঞ্জাম। প্রবেশ করলেন বিধবা মোমেনা খাতুনের বাড়িতে। গৃহকর্তার কাছ থেকে আবেদন সংগ্রহ করেই ওয়ারিং পরিদর্শন শেষ করা হলো। সেখানে বসেই রসিদে গ্রহণ করা হয় মিটারের জামানতের টাকা।

একদিকে চলছে কাগজপত্রের কাজ শেষ করার পালা অন্যদিকে মিটার স্থাপনের কাজ। মাত্র ৫ মিনিটের মধ্যে স্বপ্নের বৈদ্যুতিক আলোয় আলোকিত হলো মোমেনার বাড়িঘর। মিটার পেয়ে শুধু ওই বাড়ির লোকজনই নয় আশেপাশের লোকজনও আনন্দে ভাসছেন।

এই হলো পল্লী বিদ্যুতের আলোর ফেরিওয়ালা। মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির গাংনী জোনাল অফিসের একদল কর্মকর্তা-কর্মচারী ভ্যানে করে মিটার প্রত্যাশীদের বাড়ি বাড়ি গিয়ে এভাবেই দিচ্ছেন সংযোগ।

বিদ্যুৎ পেয়ে গৃহবধূ মোমেনা খাতুন বলেন, ‘আমার কোন লোকজন নেই তাই অফিসে গিয়ে আবেদন করা সম্ভব হচ্ছিল না। এভাবে বাড়ি বসে বৈদ্যুতিক মিটার পেয়ে যাবো তা স্বপ্নেও ভাবিনি।’

নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-১ আত্রাই জোনাল অফিসের এজিএম মোঃ ফিরোজ জামানের নেতৃত্বে একটি টিম ভ্যানে করে মিটার-তারসহ যাবতীয় বৈদ্যুতিক সরঞ্জাম নিয়ে উপজেলার সাহেবগঞ্জ এলাকায় সাধারণ মানুষের ঘরে ঘরে যান। আর বিদ্যুতের সংযোগ দিয়েং আসেন।

নাটোরের গুরুদাসপুরে নতুন বিদ্যুৎ সংযোগ প্রদানের জন্য ‘আলোর ফেরিওয়ালা’ নামে এক দিনের এক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

যশোরের মনিরামপুরে বিদ্যুত সংযোগ দিতে ফেরিওয়ালার বেশে বাড়িতে গিয়ে হাজির হচ্ছেন বিদ্যুত অফিসের লোকজন। এ যেন এক অভাবনীয় দৃশ্য। এমন অভিব্যক্তি এলাকার মানুষের।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীনে আলোর ফেরিওয়ালা কর্মসূচির আওতায় ৫ মিনিটে বিদ্যুত্ সংযোগ দেওয়া হয়।

“লাগবে বিদ্যুৎ, লাগবে বিদ্যুৎ” এভাবেই “আলোর ফেরিওয়ালা” সেজে বাড়িতে বাড়িতে গিয়ে বিদ্যুৎ সংযোগ দিচ্ছেন খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির পাইকগাছা জোনাল অফিস।

ব্যতিক্রমী এ উদ্যোগের মাধ্যমে ৫ থেকে ১০ মিনিটের মধ্যে একজন সাধারণ গ্রাহক বিদ্যুৎ সংযোগ পাচ্ছেন।

পল্লী বিদ্যুৎ সমিতির অভিনব এ কর্মসূচি সাড়া ফেলে দিয়েছে মানুষের মধ্যে। এত সহজ পন্থায় এর আগে কখনো সংযোগ মেলেনি বলে সাধারণ গ্রাহকরা জানিয়েছে। গত কয়েক বছর আগেও একটি সংযোগের জন্য একজন গ্রাহককে ৬ মাস থেকে ১ বছর পর্যন্ত অপেক্ষা করতে হতো। বর্তমান সরকার ২০০৮ সালে ক্ষমতা গ্রহণের পর ধীরে ধীরে পাল্টাতে থাকে বিদ্যুৎ ব্যবস্থাপনা। একদিকে যেমন কমে এসেছে লোডশেডিং এর পরিমাণ অপর দিকে বেড়েছে গ্রাহক সেবার মান।

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’ এ বক্তব্য সামনে রেখে দালালের হয়রানি বন্ধে পিরোজপুরের মঠবাড়িয়ায় আলোর ফেরিওয়ালার মাধ্যমে তাৎক্ষণিক বিদ্যুৎ সংযোগ কার্যক্রম শুরু হয়েছে। পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতি উদ্যোগে এ কার্যক্রমের মাধ্যমে মাত্র ১০ মিনিটের মধ্যেই ঘরে বা প্রতিষ্ঠানে বসেই তাৎক্ষণিক বিদ্যুৎ সংযোগ পাচ্ছেন গ্রাহকরা।