Wellcome to National Portal

 পল্লী বিদ্যুৎ সংক্রান্ত অভিযোগের জন্য কল করুন ১৬৮৯৯ নম্বরে। 

 নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করুন। রকেট, বিকাশ,টেলিটক এর মাধ্যমে ঘরে বসে বাড়তি খরচ ছাড়া আপনার বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। আসন্ন গ্রীষ্ম মৌসুম ও পবিত্র রমজান মাসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য সুষ্ঠু বৈদ্যুতিক লোড ব্যবস্থাপনার নিমিত্তে পিক-আওয়ারে ইলেকট্রিক ইস্ত্রি, ওভেন, এয়ার কুলার, পানির পাম্প, হিটার, ওয়াশিং মেশিন ইত্যাদি ব্যবহার হতে বিরত থেকে অফ পিক-আওয়ারে ব্যবহার করুন এবং বাসা বাড়ী, অফিস আদালত ইত্যাদি-তে ব্যবহৃত এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তদূর্ধ্ব রাখুন ও সেচ গ্রাহকগণ অফ পিক-আওয়ারে (রাত ১১.০০টা হতে সকাল ০৭.০০টা পর্যন্ত) বিদ্যুৎ ব্যবহার করুন। জ্বালানি সংকট মোকাবেলায়, সরকারি নির্দেশনা মেনে চলুন।  জরুরি প্রয়োজনে পল্লী বিদ্যুৎ সমিতির অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বরে যোগাযোগ করুন। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হোন। 

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ(বিডা) এর ওয়ান স্টপ সার্ভিস লিংকঃ //bidaquickserv.org/


বিল পরিশোধ

কালেকশন পয়েন্টসমূহ

 

  •  বিভিন্ন ব্যাংক এর মাধ্যমে
  • অফিসিয়াল ক্যাশ বুথ এর মাধ্যমে
  • টেলিটক মোবাইলের মাধ্যমে
  • এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে

টাচ মোবাইলের মাধ্যমে বিকাশে বিল পরিশোধ করার পদ্ধতিঃ

  • আপনার মোবাইলে বিকাশ এ্যাপ চালু করুন
  • পে বিল অপশনে ট্যাপ করুন
  • ইলেকট্রিসিটি (বিদ্যুৎ) এ ট্যাপ করুন
  • পল্লী বিদ্যুৎ (পোস্ট পেইড) ট্যাপ করুন
  • বিল মাস সিলেক্ট করুন যেমনঃ November 2024
  • ১৩ ডিজিটের এসএমএস একাউন্ট নম্বরটি দিন
  • পে বিল করতে এগিয়ে যান ও ট্যাপ করুন
  • প্রদর্শিত বিলের পরিমান সঠিক থাকলে পরের ধাপে ট্যাপ করুন
  • আপনার বিকাশ পিন নম্বরটি দিন এবং পেমেন্ট নিশ্চিত করুন


ফিরতি এসএমএস এর ট্রানজেকশন আইডি এবং তারিখ সংরক্ষণ করুন বা বিদ্যুৎ বিলের কপিতে লিখে রাখুন।



বিকাশে বিল পরিশোধ করার পদ্ধতি (বাটন মোবাইল):

  • আপনার মোবাইলে *247# চাপুন
  • পে বিল অপশনে যেতে 6 চাপুন
  • ইলেকট্রিসিটি (পোস্ট পেইড) 2 চাপুন
  • পল্লী বিদ্যুৎ (পোস্ট পেইড) 1 চাপুন
  • মেক পেমেন্ট অপশনে যেতে 2 চাপুন
  • ইনপুট বিল একাউন্ট নং 1 চাপুন
  • ১৩ ডিজিটের এসএমএস একাউন্ট নম্বরটি দিন
  • বিলের মাস-বছর লিখুন যেমনঃ 072024
  • বিলের টাকার পরিমান লিখুন যেমনঃ 578
  • আপনার বিকাশ পিন নম্বরটি দিন
ফিরতি এসএমএস এর ট্রানজেকশন আইডি এবং তারিখ সংরক্ষণ করুন বা বিদ্যুৎ বিলের কপিতে লিখে রাখুন।



টাচ মোবাইলের মাধ্যমে রকেটে বিল পরিশোধ করার পদ্ধতিঃ

  • আপনার মোবাইলে রকেট এ্যাপ চালু করুন
  • বিল পে অপশনে ট্যাপ করুন
  • পল্লী বিদ্যুৎ এ ট্যাপ করুন
  • ১৩ ডিজিটের এসএমএস একাউন্ট নম্বরটি দিন
  • বিল মাস সিলেক্ট করুন যেমনঃ নভেম্বর এর জন্য 11
  • বিল বছর টাইপ করুন যেমনঃ 2024
  • নিজের বিল হলে অথবা (Other) দিয়ে মোবাইল নং দিন
  • বিল পে করতে ভ্যালিডেট ট্যাপ করুন
  • প্রদর্শিত বিলের পরিমান সঠিক থাকলে Ok ট্যাপ করুন
  • আপনার রকেট পিন নম্বরটি দিন এবং পেমেন্ট নিশ্চিত করুন

প্রয়োজনে পেমেন্ট কনফারমেশন এর স্ক্রীনশট/সেভ করে রাখুন।


রকেটে বিল পরিশোধ করার পদ্ধতি (বাটন মোবাইল):

  • আপনার মোবাইলে *322# চাপুন
  • পে বিল অপশনে যেতে 1 চাপুন
  • সেল্ফ/আদারস এ যেতে 1/2 চাপুন
  • আদারস হলে গ্রাহকের মোবাইল নম্বর দিন
  • পল্লী বিদ্যুৎ অপশনে যেতে 5 চাপুন
  • ১৩ ডিজিটের এসএমএস একাউন্ট নম্বরটি দিন
  • বিলের মাস লিখুন যেমনঃ 07
  • বিলের বছর লিখুন যেমনঃ 2024
  • এ্যাকসেপ্ট করতে 1 চাপুন
  • আপনার রকেট এর পিন নম্বরটি দিন


ফিরতি এসএমএস এর ট্রানজেকশন আইডি এবং তারিখ সংরক্ষণ করুন বা বিদ্যুৎ বিলের কপিতে লিখে রাখুন।